প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২২ , ৬:৫৫:৫৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : আগামীকাল সোমবার (১৭ অক্টোবর) সারাদেশের ন্যায় সিলেটেও অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় সিলেটে ভোটের আমেজ ও উত্তাপ কিছুটা কম। তবে এ দিন সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য ১৮ পদে ভোটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন ৬৪ জন প্রার্থী। সংরক্ষিত ৫টি ওয়ার্ডে ৫জনের বিপরীতে ভোটে লড়ছেন ১৭ জন নারী সদস্যা। এছাড়া ১৩টি সাধারণ ওয়ার্ডে ১৩ পদের বিপরীতে ভোটের লড়াই করছেন ৪৭ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র প্রতি নিয়োজিত থাকবে ৭ জনের ফোর্স। ভোটের আগে-পরে থাকছেন পর্যাপ্ত সংখ্যায় নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। এছাড়াও নিয়োজিত থাকছে কয়েক প্লাটুন বিজিবি, কোস্ট গার্ড, র্যাব-এর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।
নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের অস্ত্রসহ মোট ৩ জন, আনসারের অস্ত্রসহ ২ জন ও অঙ্গীভূত আনসারের ২ জন; মোট ৭ জন নিয়োগ করা হবে। ভোটগ্রহণের দিন, তার আগে একদিন ও পরে একদিন; মোট ৩ দিন ভোটকেন্দ্রে ও সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় তারা দায়িত্ব পালন করবেন।
এক্ষেত্রে ভোটকেন্দ্রের গুরুত্ব অনুসারে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সঙ্গে পরামর্শক্রমে পুলিশ সুপার, ক্ষেত্রবিশেষ মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রাপ্যতা সাপেক্ষে ফোর্সের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন।