প্রতিনিধি ১১ অক্টোবর ২০২২ , ৫:৩৪:০৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: নগরের বালুচরে গ্যাস রাইজার থেকে অগ্নিকা-ের খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে আরামবাগের ৫ নং নম্বর রোডে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোন হতাহত ও ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়েই ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ফায়ার সার্ভিস সিলেটের কন্ট্র্রোল রুম সূত্র জানায়, সকাল ৭টায় স্থানীয়রা বালুচর আরামবাগের ৫নং রোডে আগুন লাগে। খবর পেয়ে দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে গ্যাস রাইজারে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পরে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।
ফায়ার সার্ভিস সিলেটের কন্ট্র্রোল রুমের মোবাইল অপারেটর জানান গ্যাস রাইজার লিকেজের কারণে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ৫ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে স্থানীয়রা এমন অনাকাঙ্খিত অগ্নিকা-ের জন্য জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তারা অভিযোগ, একাধিকবার গ্যাস লিকেজের কথা বললেও ব্যবস্থা নেয়নি জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।