প্রতিনিধি ১১ অক্টোবর ২০২২ , ৫:৩২:৪৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: নগরের কাজলশাস্থ বাসার বাউন্ডারির কাঁটাতারের সাথে রশি দিয়ে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। তার পরিচয় খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ ওই ব্যক্তির পরিচয়ের সন্ধান করছে।
জানা গেছে, গত রোববার জরুরী সেবা নম্বর ৯৯৯-এ একটি কল পায় পুলিশ। তাদেরকে জানানো হয়, নগরীর নবাব রোডস্থ কাজলশাহ এলাকায় একটি ঝুলন্ত মরদেহ পড়ে আছে। এমন খবরে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজলশাহের ১৪৫নং বাসার বাউন্ডারির কাঁটাতারের সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করা এক পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। সেখানে ময়নাতদন্ত শেষে লাশটি হাসপাতালের হিমাগারে রয়েছে।
ওই অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্তে সহযোগিতা চেয়েছে পুলিশ। যদি কেউ তাকে চিনে থাকলে তাহলে কোতোয়ালী থানার ডিউটি অফিসার (০১৩২০-০৬৭৫৭৩) বা এসআই অঞ্জন কুমার দেবনাথের (০১৭১৮-৯৭৯৫৪৫) সাথে যোগাযোগের অনুরোধ করেছে পুলিশ।