শীর্ষ সংবাদ

সিলেটে জেলা যুবদলের নেতৃত্বে মোমিন-মকসুদ

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২২ , ৫:১৩:৫০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: বহুল প্রত্যাশিত সিলেট জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মকসুদ আহমদ। শনিবার রাত ভোট গণনা শেষে ১১টার সময় বিজয়ীদের নাম ঘোষণা করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু।

এর আগে শনিবার সকাল থেকে নগরীর ঐতিহাসিক রেজিষ্ঠারী  মাঠে  দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হয় জমকালো সম্মেলন। অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

কাউন্সিলে ৩৩৩ ভোট পেয়ে সভাপতি হিসেবে এডভোকেট মোমিন নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট সাঈদ আহমেদ ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত মকসুদ আহমদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান নেছার ১৯৬ ভোট।

আরও খবর

Sponsered content