প্রতিনিধি ২৩ জুলাই ২০২২ , ৫:২৪:১৭ প্রিন্ট সংস্করণ
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে উপজেলা ঢাকা সিলেট মহাসড়কের নোয়াপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আব্দুল কাইয়ূম (৩৫) নামে এক মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছেন।
শনিবার ভোররাতে উপজেলা ঢাকা সিলেট মহাসড়কের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাইয়ূম নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার নাজিরপুর গ্রামের হাজী জালাল উদ্দিনের ছেলে।
শায়েস্থাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।