প্রতিনিধি ১৮ জুলাই ২০২২ , ৭:১২:০৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : সিলেটসহ সারাদেশে আজ মঙ্গলবার পালিত হচ্ছে বুস্টার ডোজ দিবস। দেশব্যাপী ১ দিনের ক্যাম্পেইন হলেও সিলেট বিভাগের কিছু জায়গায় তা চলতে পারে ২ থেকে ৩ দিন। কারণ বন্যা পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে সিলেটের ৬ লক্ষাধিক মানুষকে বুস্টার ডোজ দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্যবিভাগ। সিলেট মহানগর এলাকার প্রতিটি ওয়ার্ডে একটি করে টিকা ক্যাম্প স্থাপিত হবে। এছাড়া ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে ১ টি এবং বড় ওয়ার্ডে প্রয়োজনে ২ টি ক্যাম্পের মাধ্যমে চলবে বুস্টার ডোজের টিকাদান কর্মসূচী।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবারের বুস্টার ডোজ দিবসে সিলেট বিভাগে ৬ লাখ ২০ হাজার মানুষকে বুস্টার ডোজ দেয়া হবে। এরমধ্যে সিলেট জেলা ও মহানগর এলাকায় ১ লাখ ১০ হাজার, সুনামগঞ্জ জেলায় ১ লাখ ৩৭ হাজার ৬০০, হবিগঞ্জ জেলায় ১ লাখ ২৯ হাজার ও মৌলভীবাজার জেলায় ১ লাখ ১৬ হাজার মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সাথে সকল টিকা কেন্দ্রে করোনা টিকার ১ম ও ২য় ডোজের টিকাও দেয়া হবে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, আমরা নগরীর ২৭টি ওয়ার্ডে ৪৯ টি কেন্দ্র এবং বর্ধিত এলাকাসমূহে আরো ৬টি কেন্দ্রে মোট ৫৫টি কেন্দ্রে বুস্টার ডোজ চলবে। বুস্টার ডোজ দিবসে আমরা নগরীতে ১৬ হাজার মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। যদি কোন ওয়ার্ডে লক্ষ্যমাত্রা পূরণ না হয় তাহলে সেখানে আমরা সময় বর্ধিত করবো।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় পরিচালক ডা: হিমাংশু লাল রায় বলেন, বুস্টার ডোজ দিবসে আমরা সিলেট বিভাগে ৬ লক্ষাধিক মানুষকে বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা নিয়েছি। প্রয়োজনে বিভিন্ন বন্যাদূর্গত এলাকায় আমরা ২ থেকে ৩দিন পর্যন্ত কার্যক্রম চালাবো। সিলেটের বিভিন্ন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাসমূহের বিষয়টি চিন্তা করে আমরা এমন উদ্যোগ নিয়েছি।