সুনামগঞ্জ

সাংবাদিক মীরজাহান মিজান এর সততার দৃষ্টান্ত।

  প্রতিনিধি ৬ জুলাই ২০২২ , ৭:১৮:৩৪ প্রিন্ট সংস্করণ

ঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে সততার দৃষ্টান্ত দেখিয়েছেন সাংবাদিক মীরজাহান মিজান। তিনি দৈনিক সংবাদ পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি।

৩০ জুন বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর সদর বাজারে একটি ব্যাংকের শাখা থেকে ২৩ হাজার টাকা উত্তোলন করতে যান সাংবাদিক মীরজাহান মিজান।

এ সময় ব্যাংক কর্তৃপক্ষ ভূলবশত তাকে ৬৩ হাজার টাকা প্রদান করেন। তিনি টাকার বান্ডেল নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যাওয়ার পথে বান্ডেল বড় দেখে গুণতে শুরু করেন।

এতে টাকা বেশি হওয়ায় তিনি ফের ব্যাংক কর্তৃপক্ষের কাছে গিয়ে অতিরিক্ত ৪০ হাজার টাকা ফেরত দিয়ে আসেন।

টাকা ফেরত দেয়ায় ব্যাংক কর্তৃপক্ষ সাংবাদিক মীরজাহান মিজানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইচ্ছে করলে সাংবাদিক মীরজাহান মিজান টাকাগুলো নিয়ে যেতে পারতেন। তা না করে টাকাগুলো ফেরত দিয়ে তিনি সততার পরিচয় দিয়েছেন। 

আরও খবর

Sponsered content