সিলেট

শাবি’র সৈয়দ মুজতবা আলী হলে নতুন ৬ সহকারী প্রভোস্ট

  প্রতিনিধি ৩১ মে ২০২২ , ৬:২৮:১৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে নতুন ৬ জন সহকারী প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন তারা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ইউনুস আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্তরা সহকারী প্রভোস্টরা হলেন- জেনেটিক ইঞ্জিনিয়ারিং অব বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক মো. হযরত আলী, সহকারী অধ্যাপক আসিফ মাহমুদ, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পঙ্কজ কুমার দাশ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, স্থাপত্যবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ মজুমদার ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের প্রভাষক মাহাবুব আলম।

আরও খবর

Sponsered content