সুনামগঞ্জ

দীর্ঘ ভোগান্তির পর মিললো বিদ্যুৎ।

  প্রতিনিধি ১৯ মে ২০২২ , ২:২৬:০৭ প্রিন্ট সংস্করণ

গত আড়াই দুইদিন পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ সংযোগ চালু হয়েছে। দীর্ঘ ভোগান্তি শেষে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এতে স্বস্তি ফিরেছে উপজেলাবাসীর মধ্যে।

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হলে সুরমা নদীর পানি উপচে বরইকান্দিস্থ বিদ্যুতের উপকেন্দ্র বিভিন্ন এলাকা প্লাবিত হতে গত মঙ্গলবার দুপুর থেকে জগন্নাথপুরসহ সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।এতে করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। প্রায় আড়াইদিন পর বিদ্যুতের দেখা পেয়ে স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে।

জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম জানান, সিলেটের বন্যা পরিস্থিত কারণে বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢুকে যাওয়ায় সংযোগ বন্ধ হয়ে পড়ে। মঙ্গলবার থেকে সিলেটে অবস্থান করছিলাম কিভাবে বিদ্যুৎ চালু করা যায়। এমতাবস্থায় আজ বরইকান্দি এলাকায় একটি বাঁধ কেটে দেওয়া পানি নিস্কাশন করে সমস্যা সমাধান করে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

আরও খবর

Sponsered content