প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০১৯ , ৮:২৫:১৪ প্রিন্ট সংস্করণ
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে এক কলেজ ছাত্রের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ঐ ছাত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। আজ শনিবার বেলা ৩টার দিকে কানাইঘাট উপজেলার চলিতাবাড়ী খালের ব্রিজের পার্শ্বে এ ঘটনা ঘটে। আহত ছাত্রের নাম শিব্বির আহমদ (১৯)। সে কানাইঘাট উপজেলার ভাড়ারী মাটি গ্রামের নূর উদ্দিনের পুত্র। এই ঘটনায় আহতের মা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইঘাট উপজেলার ভাড়ারী মাটি গ্রামের নূর উদ্দিনের সাথে জমিজমা নিয়ে তার আপন ভাই জমির উদ্দিনের দ্বন্ধ চলে আসছিলো।
এদিকে নূর উদ্দিন স্থানীয় বিএনপির রাজনীতিতে এবং জমির উদ্দিন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সম্প্রতি পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাক-বিতন্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর জের ধরে আজ শনিবার বিকেল ২টার সময় নূর উদ্দিনের পুত্র শিব্বির আহমদ (১৯) কানাইঘাট গাছবাড়ী আইডিয়াল কলেজ থেকে বাড়ি ফেরার পথে চলিতা বাড়ী খালের ব্রিজের পার্শ্বে আসা মাত্র জমির উদ্দিনের পুত্র যুবলীগ নেতা জসিম উদ্দিন ও মুসলেহ উদ্দিন প্রাণে হত্যার উদ্দেশ্যে তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে শিব্বির আহমদ গুরুতর আহত হন। হামলায় তার মাথা থেতলে যায় ও হাত-পায়ে জখম হয়। গুরুতর আহত অবস্থায় আশপাশের মানুষ তাকে উদ্ধার করে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনিত ঘটলে তাকে জরুরী ভিত্তিতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকবৃন্দ।
এদিকে এই ঘটনায় আহত শিব্বির আহমদের মা কানাইঘাট থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদকে একাধিকবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেন নি।