হবিগঞ্জ

হবিগঞ্জে জাতীয় পতাকা উৎসব

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০১৯ , ১০:০২:২৯ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ প্রতিনিধি: সঠিক মাপ ও রংয়ের জাতীয় পতাকা জেলাব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে উত্তোলনের লক্ষ্যে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে পতাকা উৎসব।

সোমবার ( ২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ হল রুমে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে স্ব-স্ব প্রতিষ্ঠানের জন্য পতাকা তুলে দেন জেলা প্রশাসক। এ সময় জেলার ৯টি উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকেও সকল বিদ্যালয়ের প্রধানদের হাতে পতাকা তুলে দেয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা দেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান মিজান, অধ্যাপক জাহানারা খাতুন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, উপ-সচিব মো. নূরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content