শীর্ষ সংবাদ

বছরের প্রথম দিনে নতুন বই পেলো সিলেটের শিক্ষার্থীরা

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০১৭ , ৮:১০:৫৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়েছে সিলেটের শিক্ষার্থীরা। সিলেটসহ বিভাগের অন্য ৩ জেলা জেলা হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের সবক’টি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের মাধ্যমে শিশুদের হাতে বই তুলে দেয়া হয়।

রোববার (১ জানুয়ারি) সিলেটে ব্লু বার্ড স্কুলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার মাধ্যমে বই উৎসবের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিন।

এবার সিলেট বিভাগে ৮২ লাখ ৪৭ হাজার ৭৪৭টি বই বিতরণ করা হবে। এর মধ্যে সিলেট জেলায় ২৬ লাখ ২৩ হাজার ৯৭৬, সুনামগঞ্জে ২১ লাখ ৯৮ হাজার ৭২১, হবিগঞ্জে ১৮ লাখ ৯৮ হাজার ২৩২ ও মৌলভীবাজারে ১৫ লক্ষ ২৬ হাজার ৮১৬টি বই বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া এ বছরই নতুন করে সংযুক্ত হয়েছে পাঁচটি ভাষায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক।

প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে শুরু করে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা সবাই পেয়েছে নতুন বই। নতুন বই হাতে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

আরও খবর

Sponsered content