সারাদেশ

নানা আয়োজনে সিলেটে পালিত হচ্ছে মে দিবস

  প্রতিনিধি ১ মে ২০১৬ , ২:৪১:০৮ প্রিন্ট সংস্করণ

ডেস্ক রিপোর্ট: শ্রমিকদের অধিকার আদায়ের দৃপ্ত শপথে নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রম সংগঠন দিনব্যাপী কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে লাল পতাকা মিছিল, শোভাযাত্রা ও আলোচনা সভা।

রবিবার সকালে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তর সিলেটের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।

এছাড়া বিভিন্ন শ্রম সংগঠনের নেতাকর্মীরাও শোভাত্রায় অংশ নেন।

এছাড়া সকালে হোটেল শ্রমিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন সংঘ, চা শ্রমিক ইউনিয়ন, শ্রমিকলীগ, শ্রমিকদল, মহিলা শ্রমিকদল, বিদ্যুৎ শ্রমিক লীগ, বিদ্যুৎ শ্রমিকদলসহ বিভিন্ন সংগঠন নগরীতে শোভাযাত্রা ও মিছিল করে।