ডেস্ক রিপোর্ট : ৫ দফা দাবিতে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় দক্ষিণ সুরমাস্থ হুমায়ুন রশিদ চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন এবং বাস শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মহবুব মিয়া (মবু) এর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাস শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, ট্রাক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো: দিলু মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাংকলরি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মনির মিয়া, সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সিএনজি অটোটেম্পু ঐক্য জোট শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আব্দুল আলিম ভাসানী, সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, ইমা গেুনা শ্রমিক ইউনিয়ন এর সভাপতি রুনু মিয়া মইন। বিজ্ঞপ্তি
Leave a Reply