ডেস্ক রিপোর্ট : তাপমাত্রা বিপর্যস্ত দিল্লির জনজীবন। ভারতের রাজধানী পুড়ছে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রা বুধবার (২৪ মে) পর্যন্ত কমার কোনো সম্ভবনা নেই। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার দুপুরে দিল্লির তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। সোমবার গরম আরও বেড়েছে। দুপুরে গড় তাপমাত্রা ৪২ ডিগ্রির আশপাশে। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, সোমবার দুপুরে ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে বলে আবহাওয়া অফিস জানালেও তাপমাত্রা বাড়ার সাথে উল্টো গরম বাতাস বইতে থাকে। গরম বাতাসে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই মনে করা হচ্ছে। বুধবার দুপুর থেকে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমবে।
গরমের কারণে প্রতিবারের মতোই এবারও বেশ কিছু ব্যবস্থা নিয়েছে দিল্লি সরকার। জায়গায় জায়গায় ফুটপাতবাসীদের জন্য টেন্ট বসানো হয়েছে।
Leave a Reply