ডেস্ক রিপোর্ট : দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত নয়টায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এই রেকর্ড হয়েছে।
এর আগে গত বছর ১৬ এপ্রিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট উৎপাদনের এ রেকর্ড ছিল।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদনে যথাযথ গ্যাস পাওয়া এবং চাহিদা বেশি থাকায় এই উৎপাদন সম্ভব হয়েছে। দেশে চলতে থাকা তাপদাহের কারণে বিদ্যুতের চাহিদা বেশি। তারপরও দেশের কোথাও লোডশেডিং ছিল না বলে পিডিবি জানিয়েছে।
Leave a Reply