ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা যুবলীগের আওতাধীন ১২ ইউনিটকে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
ইউনিটগুলো হলো- জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা, কানাইঘাট উপজেলা ও পৌরসভা, ওসমানীনগর উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলা, ফেঞ্চুগঞ্জ উপজেলা, কোম্পানীগঞ্জ উপজেলা, জৈন্তাপুর উপজেলা, গোয়াইনঘাট উপজেলা।
বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিল ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ারদার ও সাংগঠনিক সম্পাদক ড. রেজাউল কবির রকির নির্দেশনা ও পরামর্শক্রমে এসব ইউনিটের আওতাধীন ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি দ্রুত সময়ের মধ্যে গঠন করতে হবে। ফলে তারিখ নির্ধারণের জন্য জেলা যুবলীগের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply