হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার বগলাখাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোরাব আলী (৬৫) ওই গ্রামের মৃত জমির আলীর ছেলে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে নিহত তোরাব আলীর রান্নাঘর থেকে কিছু লাকড়ি বাতাসে উড়ে ভাতিজা নুর আলীর ঘরে ঢোকে। এর জের ধরে নুর আলী ক্ষিপ্ত হয়ে চাচা তোরাব আলীকে বাঁশ দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. মোল্লা আবেদুর রেজা বলেন, হাসপাতালে আসার আগেই তোরাব আলীর মৃত্যু হয়েছে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুক আলী জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ভাতিজার আঘাতে চাচা নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
Leave a Reply