নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অবশেষে মৃত্যুর কাছ হার মানলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থী মো: মঈনুল ইসলাম। শুক্রবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মঈনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। শনিবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলায় নিজ বাড়িতে তার জানাজার নামাজ সম্পন্ন হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় দুর্ঘটনায় আহত হন মঈনুল ইসলাম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে মঈনুল ইসলামের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা: মো: জামাল উদ্দিন ভ‚ঞা। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply