সুনামগঞ্জ প্রতিনিধি: তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে প্রতীকী অনশন করছে সুনামগঞ্জ জেলা বিএনপি। বুধবার সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে সকাল ১০ টায় শুরু হয়ে এই অনশন চলে বিকেল ৩ টা পর্যন্ত। সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ স¤পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতীকী অনশনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, এডভোকেট মাসুক আলম, এডভোকেট শেরেনুর আলী, এডভোকেট আব্দুল হক, আতম মিসবাহ, আবুল মনসুর শওকত, সেলিম উদ্দিন আহমদ, জেলা কৃষকদলের সভাপতি আনিসুল হক, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, যুগ্ম স¤পাদক নূর হোসেন, নাসিম উদ্দিন লালা, সাংগঠনিক স¤পাদক নজরুল ইসলাম, যুবদলের সহ সভাপতি আমিনুর রশিদ আমিন, যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ কয়েছ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক স¤পাদক মো. রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব তারেক মিয়া প্রমুখ।
Leave a Reply