গত ১৭/০৩/২০২১ সুনামগঞ্জ দিরাই শাল্লা সামপ্রদায়িক হামলা করে হেফাজতে ইসলামের অনুসারীরা “এতে শতধিক ঘ্বরবাডি ও ৬০টির অধিক মন্দির ভাংচুর লুটপাট করা হয়, এতে আহত হন অনেকে ” উক্ত ঘটনায় আওয়ামী লীগের স্বাধীন মেম্বার সহ হেফাজত, জামাত, শিবিরের ১২ জনকে গ্রেফতার করে পুলিশ, তখন সরকার দল বিচারের আশা দিলে সবাই কে জামিনে, মুক্তি দেয় সরকার ও প্রশাসন এবং নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে ঝুমন দাস কে জেলে আটক করে ” পরে একে একে রাখে এতে ক্ষুব্ধ হন হিন্দু সম্প্রদায়ের মানুষ” সারাদেশে এ-র প্রতিবাদ করা হয়, এসময় কর্মসূচির অংশ হিসেবে মহাজোটের সাধারণ সম্পাদক পল্লব পাল স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কঠোর সমালােচনা করেন ” এবং সরকারযে সংখ্যালঘুর ভােটে নির্বাচিত
হয়েছেন তা যেন ভুলে না যান পুর্বে যে কথা দিয়ে ছিলেন হিন্দু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাত দফা দাবীর কথা
স্মরণ করিয়ে দিয়ে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।পুলিশ টাকার বিনিময়ে দূবৃত্তদের পক্ষপাত করছে বলে সমালােচনা করলে,
পুলিশ ২৫ আগষ্ট বিকেল ৪ টায় পল্পব পাল কে তার বাসা থেকে আটক করে পুলিশ ” ১৬ ঘণ্টা নির্যাতনের পর তাকে শর্ত
সাপেক্ষে মুক্তি দেয় ” এতে তিনি মানষিক ও শারিরীক ভাবে অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায় “।
Leave a Reply