সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে প্রয়াত জাতীয় নেতা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার নোয়াখালী বাজারে আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যানির্বাহী সদস্য, সামাদ আজাদ-পুত্র আজিজুস সামাদ আজাদ ডন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার বাবা ছিলেন একজন খাঁটি রাজনীতিবিদ, জাতির পিতার ঘনিষ্ঠ সহচর। দেশের জন্য, মুক্তিযুদ্ধের জন্য তিনি আজীবন লড়াই করে গেছেন। তাঁকে স্মরণ করলে যাদের গায়ে লাগে তারা পাকিস্তানের সহযোগী। এরা আওয়ামী লীগে ঘাপটি মেরে বসে আছে। তাদের চিহ্নিত করা হবে। সেইসব আগাছা উপড়ে ফেলা হবে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতলিবের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন ও সাবেক সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেন জাকিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি বুরহান উদ্দিন দোলন, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ, সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক জিল্লুর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুর রহমান মধু, সাবেক ছাত্রলীগ নেতা বরুন কান্তি প্রমুখ।
এসময় দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে, বর্তমান কমিটির সহ-সভাপতি দেওয়ান জিসান রাজা চৌধুরী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম তুরান, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, যুবলীগ নেতা ফখর উদ্দিন ও মোহাম্মদ আলী নিশা।
Leave a Reply