স্পোর্টস ডেস্ক: ‘পেনহিল লজিস্টিকস সিলেট ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২২-২০২৩’ এ চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এর গ্রাউন্ড-২ এ অনুষ্ঠিত ফাইনালে এ্যাপোল-১১ ক্লাব এ বিপক্ষে ৮ উইকেটের জয় পায় মোহামেডান। এ নিয়ে ১ম বিভাগ ক্রিকেট লীগে মোহামেডান স্পোর্টিং ক্লাব হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো।
ফাইনাল খেলায় এ্যাপোল-১১ ক্লাব টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এ্যাপোল-১১ ক্লাব ২৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে রেইন ২৮, আহনাফ ১৩ ও মিফতা ১২ রান সংগ্রহ করেন এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব, সিলেট এর পক্ষে সুমন ৪ উইকেট, শামীম ৪ উইকেট , সুফল ও ফারদিন ১টি করে উইকেট লাভ করে।
জবাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, সিলেট ১৩.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমন অপরাজিত ৩২, অনু ২২ ও সুমন অপরাজিত ১৩ রান সংগ্রহ করেন এবং এ্যাপোল-১১ ক্লাবের পক্ষে সুজন ও রেইন ১টি করে উইকেট লাভ করেন।
প্লেয়ার অব দ্যা ফাইনাল মনোনীত হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় সুমন (১০-০২-২২-০৪ এবং অপরাজিত ১৩ রান)।
খেলা পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান পেনহিল লজিস্টিকস এর ব্যবস্থাপনা পরিচালক ও জেলা ক্রিকেট কমিটির সহ-সভাপতি সাহেদ শামস। ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি আব্দুর রকিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক হানিফ আলম চৌধুরী এবং কার্যনির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ ও সৈয়দ তকরিমুল হাদী কাবী, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মোঃ নূর হোসেন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ইমরান আহমদ ও কার্যনির্বাহী সদস্য মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা ক্রিকেট কমিটির সদস্য আলী ওয়াসিক উজ্জজামান চৌধুরী অনি, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক ইউসুফ কবীর তুহিন, সাবেক ক্রিকেটার জামাল উদ্দিন, বিসিবি’র সিলেট জেলা ক্রিকেট কোচ মোঃ রানা মিয়া , আম্পায়ার ইসমত আলী ও নুরুল ইসলাম , স্কোরার মোঃ সুহেল রানা, খেলোয়াড়বৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।
Leave a Reply