ডেস্ক রিপোর্ট : সোমবার ছিলো ৪৯ জেলায়, কিন্তু গতকাল মঙ্গলবার আরো ৩টি বেড়ে ৫২টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। এটি আরো বিস্তার লাভ করতে পারে এবং তা ১৮ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সিলেট নগরে সোমবারের তুলনায় মঙ্গলবার আরো বেড়েছে তাপমাত্রা। সোমবার নগরে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫ দশমিক ৫। আর মঙ্গলবার তা বেড়ে হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ৫ দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এ অবস্থায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন সতর্কতামুলক পরামর্শগুলো দিয়েছে।
কৃষি অধিদপ্তর বলছে, কিছুদিন পর বোরো ধান কাটা শুরু হবে। কয়েকদিন ধরে প্রচ- দাবদাহ চলছে। এতে শেষ মুহূর্তে ধানের যেকোনো ক্ষতি হতে পারে। পানির প্রয়োজন হতে পারে। তাই কৃষকদের পানি ধরে রাখাতে হবে।
কৃষি কর্মকর্তারা বলেন, বর্তমানে বোরো ধান মাঠে রয়েছে। ধানে ফুল রয়েছে। কিছু কিছু দুগ্ধ আর কিছু কিছু ক্ষীর অবস্থায় আছে। বর্তমানে পোকামাকড় ও রোগবালাই তেমন না থাকলেও তাপমাত্রা দিনদিন বাড়ছে। তাপমাত্রা যদি ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যায় সেক্ষেত্রে ধান চিটা ধরে। সেজন্য কৃষকদের করণীয় হলো, ধানে ফুল অবস্থায় পানি খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া তাপমাত্রার আধিক্য, এ কারণে ধানগাছের গোড়ায় সবসময় ২ থেকে ৩ ইঞ্চি পানি ধরে রাখতে হবে। ১০ লিটার পানিতে ১০০ গ্রাম পটাশ মিশিয়ে পাঁচ শতক জমিতে স্প্রে করা যেতে পারে। তাহলে তাপপ্রবাহে ধানের ফলনে তেমন কোনো প্রভাব পড়বে না।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার এবং ঢাকা বিভাগের ১৩টি জেলা, চট্টগ্রাম বিভাগের ১১টি, রাজশাহী বিভাগের ৮টি, খুলনা বিভাগের ১০টি, বরিশাল বিভাগের ৬টি এবং দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও নেত্রকোনা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
হাফিজুর রহমান আরও জানান, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এরই মধ্যে কোথাও কোথাও তীব্রতা বেড়ে থার্মোমিটারের পারদ উঠে যেতে পারে ৪২ ডিগ্রিতে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
উল্লেখ্য যে, তাপমাত্রা যখন ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকে তাকে বলে মাঝারি তাপপ্রবাহ এবং তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটিকে মৃদু তাপপ্রবাহ বলে।
Leave a Reply