নিজস্ব প্রতিনিধি : ১১ দিন পর সিলেটে করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এর আগে ৩ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে সিলেটে একজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৫৮। এছাড়া শেষ ২৪ ঘণ্টায় ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। শনাক্ত ১০ দশমিক ৯৪ শতাংশ।
শুক্রবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হওয়া ১৪ জনের সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ১০০। বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৫০০ জন। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিও সিলেটের বাসিন্দা।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
Leave a Reply