নোটিশ:
প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করুন!
সিলেটে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সয়াবিন তেলসহ কিছু পণ্যের দাম কমলেও সিলেটের বাজারে অস্থিরতা কাটছে না। তবে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার নগরীতে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৯টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, রোববার দিনভর অভিযান চালিয়ে সিলেট নগরীর আম্বরখানা, কালীঘাট, ও লালদিঘীরপাড় বাজারে ৯টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এসব ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্র, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ের জরিমানা করা হয়।

এর মধ্যে আম্বরখানায় ৫টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০, কালীঘাটে ৩টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ও লালদিঘীরপাড়ে ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও সহকারী পরিচালক মো. সেলিম মিয়া। অভিযানে সহায়তা করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কনজুমার্স এসোয়িয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং স্থানীয় বাজার কমিটির সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved © 2022 Todaysylhet24.com
Desing & Developed BY DHAKATECH.NET