নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান ও অসহনীয় তাপপ্রবাহের মাঝেও নানা আয়োজনে সিলেটে বাংলা নববর্ষকে বরণ করা হলো। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিলো শোভাযাত্রা, বিভিন্ন প্রতিযোগিতা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সিলেটে জেলা প্রশাসনসহ বিভিন্ন বেসরকারী সংগঠন আয়োজন করে শোভাযাত্রা।
জেলা প্রশাসনের শোভাযাত্রায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এসময় তিনি বলেন, নতুন বছর হবে সম্প্রীতির ও সহিষ্ণুতার। কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে সুন্দর একটি দেশ হবে।
আগামী নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার চায় একটা ফ্রি, ফেয়ার নির্বাচন। এখানে সরকার চাইলেই হবে না, এখানে সব রাজনৈতিক দল ও জনগণেরও দায়িত্ব রয়েছে। সবার আন্তরিকতা থাকলে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এদেশের জনগণ খুব সেয়ানা, তারা ভোট দিতে কখনও ভুল করে না।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে কড়া নিরাপত্তায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সিলেটে শুরু হয় নববর্ষের আনুষ্ঠানিকতা। এতে অংশ নেয় সিলেটের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পায়।
শোভাযাত্রা শেষে নজরুল মিলনায়তনের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
নতুন বছরকে বরণ করে নিতে প্রতিবছরের মতো এবারও সকাল থেকেই শ্রীহট্ট সংস্কৃত কলেজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আনন্দলোক। আর ব্লু বার্ড স্কুল মাঠে নাচে-গানে নতুন বছরকে স্বাগত জানায় শ্রুতি। এসব আয়োজনে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়।
নগরের চৌহাট্টার ভোলানন্দ স্কুল মাঠে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে চারণ সংস্কৃতি কেন্দ্র। আর জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজন কবি নজরুল অডিটরিয়ামের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পাঠশালা, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন নানা ধরনের সাংস্কৃতিক আয়োজনে পহেলা বৈশাখ পালন করে।
Leave a Reply