নিজস্ব প্রতিবেদক : সিলেটে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেটের সবকটি স্টেশনে পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড সিলেট সূত্রে জানানো হয়েছে, একদিকে সিলেটে ভারী বৃষ্টি অপরদিকে একসাথে উজানের ভারতীয় রাজ্যগুলোতে ভারী বৃষ্টি হচ্ছে। ফলে নদ-নদীতে নামছে ঢল। এতে ফের সিলেটে বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সিলেট সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টায় কানাইঘাট স্টেশনে সুরমা নদীর পানি ৯.৮৬ মিটার, সিলেট স্টেশনে সুরমার পানি ৮.১২ মিটার, ছাতক পয়েন্টে সুরমার পানি ৬.৪০ মিটার, সুনামগঞ্জ স্টেশনে ৫.৮৩ মিটার, দিরাই স্টেশনে ৪.৮২ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে কুশিয়ারার পানি অমলশিদ পয়েন্টে ১১.৮৩ মিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৮.০৮ মিটার, শেরপুর পয়েন্টে ৬.৪০ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া এই সময়ে মনু নদীর পানি মনুব্রিজ স্টেশনে ১৪.৮০ মিটার, মৌলভীবাজার স্টেশনে ৮.৯৩ মিটার ও বালাই নদী কমলগঞ্জ পয়েন্টে ১৬.৬৬ মিটার এবং পিয়াইন নদীর পানি জাফলং পয়েন্টে ৮.৭২ মিটারে প্রবাহিত হচ্ছিল।
এদিকে দিনের বেলায় সিলেটে খুব একটা বেশী বৃষ্টিপাত না হলেও দিনভর অধিকাংশ নদ নদীর পানি বেড়েছে।
সোমবার রাত ৯টার সিলেট বিভাগীয় পানি উন্নয়ন বোর্ড অফিসের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস. এম শহীদুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যা ৬টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ১০.০৬ মিটারে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে সুরমার পানি সিলেট পয়েন্টে ৮.২১ মিটার, সুনামগঞ্জ পয়েন্টে ৫.৮৬ মিটার এবং কুশিয়ারা নদীর পানি অমলশিদ পয়েন্টে ১১.৮৩ মিটারে প্রবাহিত হচ্ছিল। দিনের ১২ ঘন্টার ব্যবধানে সবকটি নদীর পানি সর্বনিম্ন ১ সেন্টি মিটার থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সিলেটের সবকটি নদ-নদীতে পানি বৃদ্ধি হলেও বৃদ্ধির গতি খুব ধীর হওয়ায় সহসা বড় বন্যার আশঙ্কা নেই। পাহাড়ী ঢলের আশঙ্কা থাকলেও সিলেট অঞ্চলে বৃষ্টিপাত দুয়েকদিন পর কমে যেতে পারে।
Leave a Reply