নিজস্ব প্রতিবেদক : সিলেটের নদ-নদীর পানি বৃদ্ধির অবস্থা স্থিতিশীল রয়েছে। সুরমা ও কুশিয়ারার কয়েকটি স্টেশনে পানি কমলেও ২টি স্টেশনে পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট এই তথ্য নিশ্চিত করেছে।
পাউবো সিলেট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সুরমা নদীর পানি কানাইঘাট স্টেশনে ১০.৪৫ মিটারে প্রবাহিত হচ্ছিল, সোমবার সন্ধ্যা ৬টায় এই স্টেশনে পানি ছিল ১০.০৬ মিটার। স্টেশনটিতে প্রায় ৪০ সে. মি. পানি বেড়েছে। একই সময়ে সুরমা নদীর পানি সিলেট স্টেশনে ৮.১৩ মিটারে প্রবাহিত হচ্ছিল, সোমবার এই স্টেশনে পানি ছিল ৮.২১ মিটার। পয়েন্ট টিতে ৮ সে.মি পানি কমেছে। এই সময়ে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে ৫.৮৩ মিটারে প্রবাহিত হচ্ছিল। যা সোমবার ছিল ৫.৮৬ মিটার। পয়েন্টে ৩ সে.মি. পানি কমেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কুশিয়ারা নদীর পানি অমলশীদ পয়েন্টে ১১.৮৪ মিটারে প্রবাহিত হচ্ছিল। সোমবার এই পয়েন্টে পানি ছিল ১১.৮৩ মিটার।
সিলেট বিভাগীয় পানি উন্নয়ন বোর্ড অফিসের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস. এম শহীদুল ইসলাম জানান, সিলেটের কয়েকটি পয়েন্টে পানি কমেছে। আবার কয়েকটি পয়েন্টে পানি বেড়েছে। তবে বৃদ্ধি ও কমার গতি খুবই ধীর রয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, সোমবারের ভোরের পর থেকে সিলেটে বৃষ্টিপাত কমেছে। সোমবার সকাল ৬ টা থেকে ৯টা পর্যন্ত ১২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরপর সকাল ৯ টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৮.৫ মিলিমিটার। এখন থেকে বৃষ্টিপাত কমতে থাকবে। তবে আগামী সপ্তাহে অর্থাৎ রোববার ও সোমবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে।
Leave a Reply