নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনে সিলেটে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে সিলেটে সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চত্বরে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্য দেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার চৌধুরী মো. আজিজুল হক হাজারী।
তিনি বলেন, বর্তমানে ১৪টি দেশে ৭ হাজার ৪৩৬ জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও কার্যক্রমে নিয়োজিত আছেন। যার মধ্যে ৫৭২ জন নারী। শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের সর্বমোট ১৬৭ জন শান্তিরক্ষী শহিদ হয়েছেন।
বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যরা সদা প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ, সিটি করপোরেশন ও জাতিসংঘের স্থানীয় কর্মকর্তা।
পরে একটি বর্ণাঢ্য র্যালি সেনানিবাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, সোমবার ছিল আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
Leave a Reply