নিজস্ব প্রতিবেদক : আগামী ২৯ ডিসেম্বর দেশের ৫টি পৌরসভা ও ৪৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ১৮টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেট বিভাগের ৪টি ইউনিয়ন রয়েছে। এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে সিলেট বিভাগের এসব ইউনিয়নে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়।
সিলেট বিভাগের ৪টি ইউনিয়ন হচ্ছে- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ও ব্রাহ্মণডুরা, মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা এবং সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা সুরমা।
এগুলোর মধ্যে নুরপুর ইউনিয়নে মো. সেবন মিয়া, ব্রাহ্মণডুরায় হুসাইন মো. আদিল, ফুলতলায় মাসুক আহমদ মাসুক ও সুরমা ইউনিয়নে মো. তাজুল ইসলাম নৌকার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
Leave a Reply