নোটিশ:
প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করুন! মোবা: ০১৫১১ ৬৬৮৪৩৯
সিলেটের ৩ কর্মকর্তাসহ পুলিশের ১৬ জনকে বদলি

সিলেটের ৩ কর্মকর্তাসহ পুলিশের ১৬ জনকে বদলি

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ৩ কর্মকর্তাসহ পুলিশের ১৬ জনকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ছয়জন এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার দশ কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বদলি কর্মকর্তাদের মধ্যে- সাভারের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামকে ফরিদপুরে, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এস এম জহিরুল ইসলামকে সাভারে, রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল গফুরকে বান্দরবান ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, গাইবান্ধা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার শেখ লেলিন আলমগীরকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মো. শহীদুল ইসলামকে র‌্যাবে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানকে এপিবিএনে পদায়ন করা হয়েছে।

এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আতাহারুল ইসলাম তালুকদারকে ময়মনসিংহের ফুলপুর সার্কেল এএসপি, সিলেট মেট্রোপলিটন পুলিশের মো. মাইন উদ্দিন খানকে সিআইডিতে, সিলেট মেট্রোপলিটন পুলিশের মো. সামছুদ্দিন ছালেহ আহম্মদ চৌধুরীকে ঢাকার আরআরএফে, ৭ এপিবিএনের মো. আবুল কালাম আজাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মো. মিজানুর রহমানকে দিনাজপুর কাহারোল সার্কেলে, ময়মনসিংহ ফুলপুর সার্কেলের এএসপি দীপক চন্দ্র মজুমদারকে শিল্পাঞ্চল পুলিশে, কক্সবাজার ১৪ এপিবিএনের সুব্রত কুমার সাহাকে শিল্পাঞ্চল পুলিশে,  ট্যুরিস্ট পুলিশের মো. আবদুল খালেককে কুষ্টিয়ার মিরপুর সার্কেল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এ কে এম মহিউদ্দিনকে পিবিআইতে এবং নৌপুলিশে বদলির আদেশপ্রাপ্ত মো. নাসিম উদ্দিনকে সিআইতে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved © 2022 Todaysylhet24.com
Desing & Developed BY DHAKATECH.NET