কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পর্যটনঘাটের? বাদ নিলামের টাকা ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার বেলা ৩টায় উপজেলা পরিষদে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হন উপজেলা যুবলীগেরসাবেক আহ্বায়ক ইকবাল হোসেন ও তার ভাই কামাল হোসেন।
জানা গেছে, পর্যটনঘাটের প্রথম দফায় ১২ মার্চ ১৫টি দরপত্র ক্রয় করা হয়। এর পরদিন নানা নাটকীয়তায় ৫টি দরপত্র জমা পড়ে। কিন্তু ঐ সময় আপোষ রফার চেষ্টা করা হয় এবং টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে দরপত্র বাতিল হয়।
আবারো দ্বিতীয় দফায় ২৭ মার্চ ৩৭২ টি দরপত্র ক্রয় করা হয়। এবারও পছন্দের ব্যক্তিকে ইজারাদার নিয়োগ দিতে নানা নাটকীয়তার আশ্রয় নেয় বিভিন্ন মহল। তাতে সফলও হন তারা। ইজারা পেয়ে যান ১ কোটি ১৮ লাখ টাকায়। নিগোসিয়েশন নামে বাদ নিলামে দর হাঁকানোর পর লাভ হয় ২ কোটি ১৫ লাখ টাকা। নিগোসিয়েশন পার্টি লভ্যাংশে হিসাবে খরচ দেখান ৬০ লাখের অধিক। এতে ক্ষুব্ধ হোন সিডিউল ক্রেতারা। দফায় দফায় বৈঠক করেও সমাধান না হওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
Leave a Reply