নোটিশ:
প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করুন! মোবা: ০১৫১১ ৬৬৮৪৩৯
শিরোনাম
৩৬ নং ওয়ার্ডের তজমুল ইসলাম  এর ঘুড়ি মার্কা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন খেলাঘর জামালগঞ্জ আসরের পূজা লোকনৃত্যে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করবে সিসিকের নির্মাণাধীন ভবনের ছাদের স্টিলের পাইপ পড়ে নিহত এক জগন্নাথপুর স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উদযাপনে লন্ডনে সভা ওসমানীনগরে মাইক্রোবাসচালক হত্যা : ৩ জনের যাবজ্জীবন সিসিক নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন ১ মেয়র ও ৭ কাউন্সিলর প্রার্থী সুনামগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর ফাঁসি ফিলিং স্টেশনে হামলার প্রতিবাদে নগরে ট‍্যাংক-লরি মিছিল, ধর্মঘটের হুমকি জিয়ার শাহাদাতবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল স্বেচ্ছাসেবক দল নেতা জামালের মুক্তির দাবী খন্দকার মুক্তাদিরের
সরকার ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে : বিভাগীয় কমিশনার

সরকার ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে : বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক : স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যে সিলেটে ৭ দিনব্যাপী ভূমি সেবা সাপ্তাহ-২০২৩ এর উদ্বোধন হয়েছে। সোমবার (২২মে) দুপুর ১২ টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভূমির প্রয়োজনীয়তা অপরিহার্য। ভূমি নিয়ে অনেক জটিলতা ছিলো। এই বিষয়টি জাতির পিতা বঙ্গবন্ধু যথার্থভাবেই উপলব্দি করেছিলেন। তাই ভূমি নিয়ে তিনি সূদুরপ্রসারী চিন্তা করেছিলেন। তিনি ১৯৭২ সালে ভূমি সেবাকে সহজিকরণের লক্ষ্যে আলাদাভাবে ভূমি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং শুরুতেই ৬০ লাখ পেন্ডিং সার্টিফিকেট মোকদ্দমা মওকুফ করে দিয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ২০০৮ সালে ক্ষমতায় আসার পর ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন করার উদ্যোগ গ্রহণ করেন।

তিনি বলেন, ভূমি সংক্রান্ত সেবা প্রদানের জন্য বিভাগীয় কমিশনার থেকে শুরু করে তৃণমূলে তহশিলদার পর্যন্ত আমাদের বিশাল জনবল রয়েছে। আমাদের অভিজ্ঞতা ও মানুষের পরামর্শ মিলিয়ে সরকার চেয়েছে এই খাতকে পুরোপুরি অনলাইনভিত্তিক করতে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর আমরা ডিজিটাল মাধ্যমে ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। আপনাদের আর দালাল ধরতে হবে না, অফিসে অফিসে দিনের পর দিন ঘুরতে হবে না। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। এরই ধারাবাহিকতায় স্মার্ট ভূমি ব্যবস্থাপনার অংশ হিসেবে অনলাইনের মাধ্যমে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফাইড খতিয়ান ও ম্যাপ এবং ১৬২২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে সেবা প্রদান করা হবে। তাছাড়া রেজিস্ট্রেশন-মিডটেশন আন্ত সংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ড ও স্মার্ট ভূমি পিডিয়ার মাধ্যমে জনসাধারণ ঘরে বসেই পাবেন ভূমি সেবা।

সংবাদ সম্মেলনে মূল বিষয়বস্তু তুলে ধরেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ তৌসিফ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম কাশেম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved © 2022 Todaysylhet24.com
Desing & Developed BY DHAKATECH.NET