নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলার শিবেরবাজার এলাকায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে সাড়ে ৬টার দিকে ঐ এলাকার নিজ জমিতে কৃষিকাজ করা অবস্থায় বজ্রপাতে মারা যান তিনি। তার নাম আব্দুস ছালাম (৫০)। তিনি স্থানীয় শিবেরবাজার বাছাইর পাড় এলাকার মৃত আব্দুল মনাফের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপির জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো. খালেদ মামুন।
তিনি বলেন- সোমবার ভোরে বজ্রপাতে মারা যাওয়া আবদুস ছালাম নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। কিন্তু ভারি বর্ষণের সময় বজ্রপাতে তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply