নিজস্ব প্রতিবেদক: সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ট্রান্সফরমার নষ্ট থাকায় রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান ব্যাহত হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয় থেকে বিদ্যুৎ বিভাগকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালের নির্দিষ্ট ট্রান্সফরমারটি বিকল হয়ে গেছে। পরে বিকল্প একটি সঞ্চালন লাইন ও জেনারেটর দিয়ে বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখা হয়েছে। তবে লোডশেডিং বেশি থাকায় রোগীদের কষ্ট হচ্ছে এবং স্বাস্থ্যসেবাও খানিকটা ব্যাহত হচ্ছে।
তিনি জানান, করোনা টেস্টের রিপোর্টিয়ের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকতে হয়। কিন্তু ট্রান্সফরমার নষ্ট হওয়ায় সে কাজে ব্যাঘাত ঘটছে।
এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেটের তত্বাবধায়ক প্রকৌশলী সোহেল আহমদ চৌধুরী বলেন, আমরা সকালেই বিষয়টি অবগত হয়েছি এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টরা কাজ শুরু করে দিয়েছেন। আশা করছি- বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।
Leave a Reply