নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের বেগম সিরাজুন্নেসা ছাত্রীহলের পাশে অনৈতিক কাজ করার দায়ে এক বহিরাগত যুবককে নিরাপত্তা প্রহরীরা আটক করেছে। পরে প্রক্টরের কার্যালয় থেকে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়েছেন পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুর ২টায় তাকে আটক করে প্রক্টর কার্যালয়ে সোপর্দ করা হয়েছিল।
আটককৃত মো. শামীম ছাতক উপজেলার জাওয়াবাজারের মৃত আব্দুর সাত্তারের ছেলে। বর্তমানে সে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকায় উপর পাড়ায় ভাড়া বাসায় থাকে। তার স্ত্রী ও বোন ওই ছাত্রীহলের ডাইনিংয়ে কাজ করেন।
জানা যায়, দুপুর ১টার দিকে শামীম ঘাস কাটার উদ্দেশে ছাত্রীহলের পাশে যায়। সেখানে ছাত্রীদের দেখে সে অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ে। এসময় ছাত্রীরা এসব করতে তাকে নিষেধ করলেও সে শুনেনি। তখন বিষয়টি আবাসিক হলের নিরাপত্তা প্রহরীদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে আটক করে প্রক্টরের কাছে নিয়ে যায়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল বলেন, অভিযুক্ত ব্যক্তির পরিবারের লোকজনকে ডেকে মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে তুলে দেয়া হয়েছে। এছাড়া অভিযুক্ত শামীমের স্ত্রী ও বোনকে হলের ডাইনিংয়ের কাজ থেকে বিরত থাকার নির্দেশও দেয়া হয়েছে।
Leave a Reply