নোটিশ:
প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করুন!
শান্তিগঞ্জে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ ডনের ত্রাণ বিতরণ

শান্তিগঞ্জে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ ডনের ত্রাণ বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদের পুত্র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ ডন।
বুধবার (২৫ মে) দুপুরে বন্যা দুর্গতদত প্রায় ১৫শ পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়।
আজিজুস সামাদ ডন প্রথমে শান্তিগঞ্জ উপজেলার আলমপুর, ঘোড়াডম্বুর, নাজিমপুর, মৌগাঁও, ছয়হারা গ্রামে ত্রাণ বিতরণ করেন। পরে নৌকা যোগে তিনি জগন্নাথপুর উপজেলায় যান। সেখানে কলকলি, চিলাউরাসহ কয়েকটি গ্রামে গিয়ে ত্রাণ বিতরণ করেন এবং বন্যা দুর্গত এলাকার লোকজনের খোঁজ খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া, নূর মিয়া, শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন, আ.লীগ নেতা রাশিকুল ইসলাম, পূর্ব পাগলা ইউনিয়ন আ.লীগের সভাপতি মজিদুর রহমান মুধু, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল হোসেন, সাবেক মেম্বার সৈয়দুন নূর, বর্তমান মেম্বার ওমর ফারুক দীপু, যুবলীগ নেতা সুদীপ দাস, আশিক মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন মিয়া, সহ-সম্পাদক সাকিব আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved © 2022 Todaysylhet24.com
Desing & Developed BY DHAKATECH.NET