সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন ও সিলেট জেলা যুবদলের দলের আহবায়ক কমিটির সাবেক সদস্য এনামুল হক চৌধুরী শামীমের মাতা রফিকা বেগম চৌধুরী (৬৮) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ আজ এক শোক বার্তায় সিলেট সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন ও এনামুল হক চৌধুরী শামিমের মাতা রফিকা বেগম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার আত্বার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন মরহুমা রফিকা বেগম চৌধুরী একজন মহিয়সী ও ধর্মপ্রান রমনী ছিলেন।
উল্লেখ্য যে, আজ বেলা ২ টার সময় একটি বেসরকারী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
Leave a Reply