ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির তারিখ শেষ হচ্ছে আজ ৫ জুলাই মঙ্গলবার, এদিন বিক্রি হবে ৯ জুলাইয়ের টিকিট। এদিকে সোমবার চতুর্থ দিনে বিক্রি হয়েছে ৮ জুলাইয়ের টিকিট। তবে টিকিট প্রাপ্তি নিয়ে সংশয়ে হাজার হাজার মানুষ।
সোমবার সকালে কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, আগাম টিকিট প্রত্যাশী মানুষের দীর্ঘ সারি। দুই তিন দিন অপেক্ষার পর কাঙ্খিত টিকিট পাবেন কিনা সংশয়ে আছেন অসংখ্য মানুষ। আবার ৪ চারদিন অপেক্ষার পর সোনার হরিণ টিকিট পেয়ে মুখে পরম আনন্দের হাসি। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কাউন্টার এবং অনলাইনে টিকিট কিনতে পারবেন যাত্রীরা। সোমবার ২৮ হাজারের বেশি টিকেট বিক্রি করছে কর্তৃপক্ষ, অর্ধেক বিক্রি হয়েছে অনলাইনে।
এদিকে ৮ জুলাইয়ে টিকিটের চাহিদা অনেক বেশি। যার ফলে সোমবার কমলাপুর প্রধান স্টেশন সহ দেশের প্রায় সকল রেলওয়ে স্টেশনে খুব বেশী ভীড় ছিল টিকিট প্রত্যাশীদের। লাইন ছাড়িয়ে গিয়েছিল স্টেশনের বাইরে। এমনটাই জানিয়েছেন স্টেশন কর্তৃপক্ষ। কমলাপুরসহ ঢাকার ৭ স্থানে বিক্রি হচ্ছে অগ্রীম টিকেট। চট্টগ্রাম ছাড়া অন্যন্য স্থানের টিকিটের ওপর বেশি চাপ রয়েছে বলে জানান রেলওয়ে স্টেশন ম্যানেজার।
Leave a Reply