শাহান আহমেদ চৌধুরীঃ সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচন আগামিকাল বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন। মঙ্গলববার (১ নভেম্বর) বিকেলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের কাছে ইভিএম মেশিন পৌঁছে দেওয়া হয়েছে। এবার উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৮৯টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে বলে জানালেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। নির্বাচনে পরিবেশ খুবই ভালো। প্রতিটি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮৯টি ভোট কেন্দ্রে ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুরো উপজেলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়াও পুলিশ, বিজিবির পাশাপাশি র্যাবও আইন শৃংখলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবেন। ইভিএমমে ভোটগ্রহণের দায়িত্ব রয়েছেন ৮৯জন প্রিজাইডিং অফিসার ও ৫২৯ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১০৫৮জন পোলিং অফিসার। জানাগেছে, ইভিএমে ভোট প্রদান স্বচ্ছ এবং সহজ। নির্ভূলভাবে ভোট গ্রহণের সঠিক মাধ্যম এটি। জাল ভোট কিংবা কারচুপি করার কোন সুযোগ নেই ইভিএমে।
Leave a Reply