নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর এলাকায় রমজান ও ঈদকে কেন্দ্র করে সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (১১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস।
তিনি জানান- পবিত্র মাহে রমজানে সড়কে শৃঙ্খলা রক্ষা ও মহানগরবাসীকে যানজটমুক্ত রাখতে এসএমপি’র ট্রাফিক বিভাগ প্রসিকিউশন কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি মহানগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে মাধ্যমে প্রসিকিউশন ও অবৈধ যানবাহন ডাম্পিং করে পুলিশ লাইন্সে প্রেরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তবে যেসব চালক নিজেদের এবং যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রদর্শন করেন তাদের স্বাগত জানায় পুলিশ।
সিলেট মহানগরের সড়কগুলোতে শৃঙ্খলা রক্ষায় রাস্তা পারাপারে সতর্কতা, মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্তা পারাপার না হওয়া, ফুটপাত ব্যবহার করা, রাস্তার ডান পাশ দিয়ে চলা, রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার করা, সময় বাঁচাতে গিয়ে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী হয়ে গাড়িতে না উঠা, মোটরসাইকেলে চালক ব্যতীত একজনের বেশি আরোহী বহন না করা, চালক ও আরোহী উভয়েই সঠিকভাবে হেলমেট ব্যবহার করা, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল না চালানো, বেপরোয়া গতিতে মোটরসাইকেল না চালানো এবং উল্টোপথে গাড়ি না চালানোর নির্দেশনা প্রদান করেছে সিলেট মহানগর পুলিশ।
Leave a Reply