স্টাফ রিপোর্টার ঃব্যাপক উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলার সালাদিঘা গ্রামের রনি স্মৃতি ক্রিকেট প্রিমিয়ার লীগ সিজন ৩ এর ফাইনাল খেলা শনিবার বিকাল ৩টায় সালদিঘা গ্রামের পশ্চিমের মাটে অনুষ্ঠিত হয় এ ফাইনাল খেলায় যে দুইটি অংশগ্রহণ করে আরিয়ান ফাইটার্স বনাম রিফাত চ্যালেঞ্জার্স টসে জিতে ব্যাটিং রিফাত চ্যালেঞ্জার্স জয়ের জন্য টার্গেট দেয় ৪৮ রান আরিয়ান ফাইটার্স কে খেলা শুরুর ৭ওভার বিশাল জয় লাভ করে আরিয়ান ফাইটার্স এ টুর্নামেন্টে মোট ৪টি দল অংশ গ্রহণ করে।
Leave a Reply