ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দুঃশাসনে জাতি আজ অতিষ্ঠ। দেশে হাজার হাজার শিক্ষিত যুবক বেকার জীবনযাপন করছে। অথচ সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট, দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করছে। অনেক প্রতিভাবান মেধাবী শিক্ষিত যুবকেরা জীবন জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি দিতে বাধ্য হচ্ছে। এর দায় সরকার এড়াতে পারেনা। ফ্যাসিস্ট সরকারের পতন ঘন্টা বাজাতে দেশপ্রেমিক জনতা আজ ঐক্যবদ্ধ। গোটা বিশ্বজুড়ে ফ্যাসিস্ট সরকারের অপকীর্তি আজ ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বে শহীদ জিয়ার সৈনিকেরা ছড়িয়ে ছিটিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে স্বোচ্ছার রয়েছে। এই সরকারের পদত্যাগ ছাড়া সামনে আর কোন পথ খোলা নেই।
তিনি গতকাল সোমবার (১৫ আগস্ট) বিকেলে সিলেট মহানগর ছাত্রদল নেতা মোঃ জুমেল হোসেনের যুক্তরাজ্য গমন উপলক্ষে বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক থানা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও দোলারবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফয়জুর রহমান। মহানগর ছাত্রদল নেতা আশরাফ উদ্দিনের সভাপতিত্বে, নওয়াজ শরীফ ও কাজী মিজানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply