নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা নারী ও শিশুকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪ জন মহিলা, ৩ জন পুরুষ ও ১১ জন শিশু। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।
আটকরা হলেন- সাইদুল আমিন (১৯), আয়েশা খাতুন (২৭), তারেক জমিন (১২), আয়াতুল্লাহ (৬), আসমা বেগম (৮), ইয়াসিন আরাফাত (২৬), নুর সাবা (২২), সমির (৫), মোছা. সমিরা, মনসুর আহমদ (৩০), বিবি আয়েশা (২৫), ইয়াসর (৪), কয়সর (২), ইনসা বেগম (২), ফাতেমা (৬ মাস), কুলসুমা (১২), ইসপা (৯) ও আমিনা বেগম (২০)।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, রোহিঙ্গাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে ভারত থেকে কুলাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।
ওসি বলেন, আটককৃত রোহিঙ্গাদের স্থানীয় কোন দালাল সহযোগিতা করছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপশি আটককৃতদের ব্যাপারে এখানো কোন সিদ্ধান্ত হয়নি।
Leave a Reply