নোটিশ:
প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করুন!
মৌলভীবাজারের ডলি কানাডায় বিরোধী দলের ডেপুটি হু্‌ইপ

মৌলভীবাজারের ডলি কানাডায় বিরোধী দলের ডেপুটি হু্‌ইপ

ডেস্ক রিপোর্ট : অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধী দলীয় ডেপুটি হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন স্কারবোরো সাউথওয়েষ্ট থেকে নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত এমপিপি ডলি বেগম।

এক প্রতিবেদনে কানাডা থেকে প্রকাশিত অনলাইন নতুন দেশ জানিয়েছে, ডলি বেগম এমপিপি প্রভিন্সিয়াল পার্লামেন্টে অফিসিয়াল বিরোধী দল এনডিপির ‘আর্লি লার্নিং অ্যান্ড চাইল্ড কেয়ার ক্রিটিক’ হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি বিরোধী দলীয় ডেপুটি হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন।

কানাডায় এই প্রথম কোনও বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক এই ধরনের দায়িত্ব পেলেন।

এরআগে, মৌলভীবাজা‌রের মেয়ে ডলি বেগমই এমপিপি হিসেবে নির্বাচিত হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম জনপ্রতিনিধি হওয়ার ইতিহাস গড়েছিলেন।

কনজারভেটিভ প্রিমিয়ার ডাগ ফোর্ডের গণবিরোধী নানা পদক্ষেপের বিরুদ্ধে খোলামেলা বক্তব্য রেখে ডলি বেগম এমপিপি ইতিমধ্যে অন্টারিওর প্রভিন্সিয়াল রাজনীতিতে বিশেষ দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছেন। অন্টারিওর পার্লামেন্টের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন ডলি বেগম।

মৌলভীবাজার জেলার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামের সন্তান ডলি বেগম। তিনি মনুরমুখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সুজন মিয়ার নাতনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved © 2022 Todaysylhet24.com
Desing & Developed BY DHAKATECH.NET