জামালগঞ্জ প্রতিনিধি : নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ১০শ্রেণীর শিক্ষার্থী মুক্তি রাণী বর্মণকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে খেলাঘর আসর জামালগঞ্জ শাখা মানববন্ধন করেছে। রোববার সকালে জামালগঞ্জ উপজেলা কমপ্লেক্সের সন্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খেলাঘর আসর জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আলী আক্কাস মুরাদ এতে সভাপতিত্ব করেন। উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম. আল আমিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, খেলাঘর আসর জামালগঞ্জের উপদেষ্টা ওয়ালীউল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, সাধারণ সম্পাদক বাদল কৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত রায়, দেশ প্রবাস সংগঠনের জামালগঞ্জ সভাপতি নুরুল হক প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণ করেন খেলাঘর জামালগঞ্জের সহ-সভাপতি প্রদীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক কংকন সরকার, অর্থ সম্পাদক বেবী রাণী তালুকদার, নুপুর সেন সহ অন্যান্য সদস্যবৃন্দ, জামালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হাওর কন্যা আসর ও জামালগঞ্জ কিন্ডারগার্টেনের কচিকাঁচা আসরের সদস্যবৃন্দ, এবং শিক্ষার্থীর অভিভাবক সহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা মুক্তি রাণী বর্মণ হত্যাকারীর দৃস্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply