নোটিশ:
প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করুন!
মিশিগান বাংলা প্রেসক্লাবের কমিউনিটি সংলাপ প্রত্যাশা ও প্রাপ্তি সম্পন্ন

মিশিগান বাংলা প্রেসক্লাবের কমিউনিটি সংলাপ প্রত্যাশা ও প্রাপ্তি সম্পন্ন

মিশিগান প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক সংলাপ করেছে মিশিগান বাংলা প্রেসক্লাব। স্থানীয় সময় শনিবার রাতে মিশিগানের একটি অভিজাত রেষ্টুরেন্টে উক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মিশিগানের বাংলাদেশী কমিউনিটির শীর্ষস্থানীয় সকল নেতৃবৃন্দ অংশ নেন এবং তাদের প্রত্যাশা ও করণীয় তুলে ধরেন।

বাংলা প্রেসক্লাব মিশিগানের সভাপতি সৈয়দ শাহেদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডেমোক্রেটিক পার্টি মিশিগানের ভাইস প্রেসিডেন্ট নাজমুল হাসান শাহিন, সিটি অব হ্যামট্রাম্যাকের কাউন্সিলম্যান ও মেয়র প্রোটেম কামরুল হাসান, সিটি অব ওয়ারেনের বোর্ড অব রিভিউ ভাইস চেয়ার ফয়সাল আহমেদ, ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজের ট্রাস্টি কামাল রহমান, হবিগঞ্জ জেলা এসোসিয়েশন মিশিগানের উপদেষ্টা এবং আসাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আলী রেজা, ঢাকা বিভাগ কল্যাণ সংঘের সেক্রেটারি মাহবুব রাব্বি খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন অব মিশিগানের সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সমজিদ আলম, সাবেক ছাত্রনেতা মোঃ শাহাব উদ্দিন, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সাবেক প্রেসিডেন্ট আহবাব আহমদ শামিম, আসাল ভাইস প্রেসিডেন্ট মিনহাজ রাসেল চৌধুরী, জুরি উপজেলা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা জালাল চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব মিশিগানের সাবেক প্রেসিডেন্ট মুজিব আহমেদ মনির, বিএডিসি’র সাবেক প্রেসিডেন্ট জুবেরুল ইসলাম চৌধুরী খোকন, চবি এ্যালামনাই এসোসিয়েশন অব মিশিগানের ভাইস প্রেসিডেন্ট কাজী এবাদ, আয়না ইভেন্টের তাহেরা লস্কর, দক্ষিণ সুরমা উপজেলা সিলেটের প্রেসিডেন্ট মোঃ ফিরোজ আলী।

এছাড়া অনুষ্ঠানে মিশিগানের ব্যবসায়ী , রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশায় কর্মরত নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংলাপে বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, এনটিভি মিশিগান প্রতিনিধি সেলিম আহমেদ, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য, আরটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, জনকণ্ঠের রফিকুল হাসান চৌধুরী তুহিন, টিবিএন-২৪ ও ঢাকা পোস্টের মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, মানবকন্ঠের সাহেল আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের আশিকুর রহমান, এম আই প্রতিদিন দেওয়ান কাওসার, গ্লোবাল টিভির সৈয়দ আসাদুজ্জামান সুহান, টিবিএন-২৪-এর মাহফুজুর রহমান, সুপ্রভাত মিশিগানের স্টাফ রিপোর্টার মৃদুল কান্তি সরকার, সময়ের আলোর তাসনিয়া আলভী ও মুজিবুর রহমান শাহীন।

অনুষ্ঠানে জীবনমুখী গান পরিবেশন করেন দৈনিক জালালাবাদের মিশিগান প্রতিনিধি সুলায়মান আল মাহমুদ। সংলাপ অনুষ্ঠানে বাংলা প্রেসক্লাব মিশিগানের সভাপতি সৈয়দ শাহেদুল হক বলেন, যুক্তরাষ্ট্রের যতগুলো অঙ্গরাজ্য আছে তারমধ্যে নিউইয়র্ক এর পর বাংলাদেশীদের আবাসস্থল মিশিগানেই বেশি। এমন একটি স্থানে বাংলাদেশী কমিউনিটির মাঝে ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করাই বাংলা প্রেসক্লাবের মূল লক্ষ্য। স্থানীয় কমিউনিটির সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে সমস্যা ও সম্ভাবনাগুলোকে চিহ্নিত করতেই এমন আয়োজন। এর মাধ্যমে স্থানীয় কমিউনিটি উপকৃত হবেন বলে আমাদের প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved © 2022 Todaysylhet24.com
Desing & Developed BY DHAKATECH.NET