মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় হ্যামট্রামেক শহরের এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত মাহফিলে মিশিগানে কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রেস ক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে অংশ নেন, এনটিভি মিশিগান প্রতিনিধি সেলিম আহমেদ, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য, জনকণ্ঠের রফিকুল হাসান চৌধুরী তুহিন, টিবিএন-২৪ ও ঢাকা পোস্টের মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, মানবকন্ঠের সাহেল আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের আশিকুর রহমান, গ্লোবাল টিভির সৈয়দ আসাদুজ্জামান সুহান, দৈনিক জালালাবাদের সুলায়মান আল মাহমুদ, সুপ্রভাত মিশিগানের স্টাফ রিপোর্টার মৃদুল কান্তি সরকার, সময়ের আলোর তাসনিয়া আলভী প্রমূখ।
মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান।
Leave a Reply