নোটিশ:
প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করুন! মোবা: ০১৫১১ ৬৬৮৪৩৯
শিরোনাম
সিলেট মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি প্রার্থীর সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত দিরাইয়ে মাদ্রাসাছাত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার এবার এমসি কলেজ হোস্টেলে ছাত্রলীগের হামলা ও ভাঙচুর ডেঙ্গুতে ১৯ দিনে আক্রান্ত ৫০ হাজার, ২৫৩ মৃত্যু তৃণমূল বিএনপির নেতৃত্বে শমসের মুবিন-তৈমূর প্রকাশ্য দ্বন্দ্বে ভারত-কানাডা : পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার সড়ক দূর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা রশিদের পরিবারের পাশে ড. এনামুল হক চৌধুরী রোববার যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী জামালগঞ্জ সদর ক্লিনিকের আয়া স্ট্যান্ড রিলিজের দু’সপ্তাহের মাথায় পুন:বহাল সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ : দগ্ধ একজনের মৃত্যু
ভারতে আজও বেড়েছে পেট্রল-ডিজেলের দাম

ভারতে আজও বেড়েছে পেট্রল-ডিজেলের দাম

ডেস্ক রিপোর্ট: ভারতে ফের বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম বাড়ল। দেশটিতে আজ পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি যথাক্রমে ৮৩ পয়সা এবং ৮০ পয়সা বেড়েছে। এ নিয়ে ১০ দিনে ৯ বার জ্বালানির মূল্যবৃদ্ধি হলো। সব মিলিয়ে ১০ দিনে জ্বালানির দাম লিটার প্রতি বাড়ল ৬.৪০ টাকা।

এর আগে বুধবার (৩০ মার্চ) দেশটিতে যথাক্রমে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে লিটারে ৮০ পয়সা।

কলকাতায় পেট্রল ও ডিজেলের দাম
এদিন কলকাতায় পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৮৩ ও ৮০ পয়সা বেড়েছে। মোট দাম গিয়ে দাঁড়িয়েছে লিটার প্রতি যথাক্রমে ১১১.৩৫ এবং ৯৬.২২ টাকা।

মেট্রো শহরগুলোতে পেট্রল ও ডিজেলের দাম
দাম বৃদ্ধির পরে দিল্লিতে পেট্রলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ১০১.৮১ টাকা এবং ডিজেলে ৯৩.০৭ টাকা। মুম্বাইতে লিটার প্রতি ৮৪ পয়সা বৃদ্ধির পর পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১১৬.৭২ টাকা এবং ১০০.৯৪ টাকা। মেট্রো শহরগুলোর মধ্যে মুম্বাইতেই পেট্রল ও ডিজেলের দাম সবচেয়ে বেশি। চেন্নাইতে লিটার প্রতি ৭৬ পয়সা এদিনের দাম বৃদ্ধির পর পেট্রল ও ডিজেল ১০৭.৪৫ টাকা এবং ৯৭.৫২ টাকায় বিক্রি হচ্ছে।

ভারতে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা দীর্ঘদিন বন্ধ ছিল। হঠাৎ ২১ মার্চ মধ্যরাত থেকে জ্বালানির দাম বাড়তে শুরু করে। ওই দিন পেট্রলের দাম ছিল লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা এবং ডিজেলের দাম ছিল লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।

২০২১ সালের শেষের দিকে আকাশছোঁয়া জ্বালানির দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তদের। সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার কারণে প্রতি লিটার পেট্রলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। ফলে এক ধাক্কায় ভারতে পেট্রল-ডিজেলের দাম অনেকটা কমে যায়।

পরে জ্বালানির ওপর থেকে কর কমায় বিজেপিশাসিত রাজ্যগুলো। চাপে পড়ে কয়েকটি বিরোধীশাসিত রাজ্যও কর কমায়। এতে এক ধাক্কায় আরও অনেকটা কমে দাম। যদিও পশ্চিমবঙ্গ সরকার পেট্রল ও ডিজেলের ওপর থেকে কর কমায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved © 2022 Todaysylhet24.com
Desing & Developed BY DHAKATECH.NET